IQNA

কানাডায় মসজিদে মুসল্লিদের ওপর অতর্কিত হামলা

16:00 - March 21, 2022
সংবাদ: 3471585
তেহরান (ইকনা): কানাডার একটি মসজিদে নামাজের সময় কুড়াল নিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন মুসল্লিরা। 
স্থানীয় সময় শনিবার কানাডার অন্টারিও প্রদেশের মিসসাউগা এলাকার একটি মসজিদে ফজরের নামাজের সময় হামলার ঘটনা ঘটে। ধারালো অস্ত্র ও ভাল্লুক তাড়ানোর স্প্রে নিয়ে মুসল্লিদের ওপর অতর্কিত হামলা চালায় এক যুবক। 
 
কুড়াল নিয়ে হামলার আগেই তাকে জাপটে ধরেন মুসল্লিরা। কেড়ে নেওয়া হয় হাতের কুড়াল। তবে তার হাতে থাকা ভাল্লুক তাড়ানোর স্প্রেতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।
 
মুসল্লিদের আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ওই মসজিদের ইমাম। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ আদায়ের সময় হঠাৎ স্প্রে করা শুরু করে ওই যুবক। ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাকে জাপটে ধরেন মুসল্লিরা। পুলিশ না আসা পর্যন্ত এভাবেই তাকে ধরে রাখেন তারা।
 
এরপর পুলিশ তাকে আটক করে। সশস্ত্র হামলাসহ ছয়টি অভিযোগ এনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানায়, দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারের মসজিদে হামলাকারী যুবকের নাম মোহাম্মদ ময়েজ ওমর।
 
ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসের নাদিয়া হাসান বলেছেন, ঘটনার সময় মসজিদের ভেতর নামাজ আদায় করছিলেন প্রায় ২০ জন মুসল্লি। এ সময় ওই যুবক প্রবেশ করে তাদের ওপর ‘বিয়ার স্প্রে’ শুরু করে।
 
এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে আপাতত এই হামলাকে বিদ্বেষমূলক ঘটনা হিসেবেই দেখছে পুলিশ।
 
মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি বলেন, 'দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারে মুসল্লিদের ওপর হামলার ঘটনা খুবই পীড়াদায়ক।’
 
কানাডায় এ ধরনের বিদ্বেষমূলক হামলার কোনো ঠাঁই নেই উল্লেখ করে মুসল্লিদের সাহসের প্রশংসা করেন ট্রুডো। iqna
 
captcha