IQNA

অধিকৃত বায়তুল মুকাদ্দাসে গুলি

১০ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত; কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

15:09 - August 14, 2022
সংবাদ: 3472290
তেহরান (ইকনা): অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে অবৈধ ইহুদী বসত স্থাপনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ১০ ব্যক্তি আহত হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

একজন বন্দুকধারী একটি বাসে এবং অন্য কয়েকটি স্থানে হামলা চালানোর পর এসব ইহুদী বসতি স্থাপনকারী আহত হয়।

প্রাথমিক খবরে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছিল যে, অধিকৃত শহরের দুটি স্থানে হামলা হয়েছে। এসব রিপোর্টে বলা হয়েছিল, পশ্চিম দেয়ালের কাছে একটি বাসে এবং পুরনো শহরের একটি পার্কিং লটের বাইরে বন্দুকধারী গুলি চালায়।

এরপরে ইসরাইলের চ্যানেল-১২ জানিয়েছে যে, বন্দুকধারী ব্যক্তি বেশ জটিল অপারেশন চালিয়েছে। প্রথমে ওই বন্দুকধারী একটি বাসে হামলা চালায়, তারপরে গাড়িতে এবং শেষ পর্যায়ে পথচারী ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর গুলি চালায়।

ইসরাইলের কান নিউজ জানিয়েছে, একজন বন্দুকধারী এই অভিযানে অংশ নেয় এবং একটি বাস ও দুটি গাড়ি লক্ষ্য করে ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ১০ রাউন্ড গুলি চালায়। এরপর মুহূর্তের মধ্যে ওই হামলাকারী ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়।

ফিলিস্তিনের সূত্রগুলো বলছে, বন্দুকধারী হামলাকারীকে আটকের জন্য ইহুদবাদী বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

captcha