IQNA

আরবাইন উপলক্ষে বসরা প্রদেশে তিন দিনের সরকারি ছুটি

15:28 - August 19, 2024
সংবাদ: 3475902
ইকনা- ইমাম হুসাইন (আ.) আরবাইন উপলক্ষে বসরার গভর্নর  উক্ত প্রদেশে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেন।

বসরার গভর্নর ঘোষণা করেছেন: আরবাইনের দিনগুলি স্মরণে এই প্রদেশের সকলর অফিস আগামী সপ্তাহের বুধবার, বৃহস্পতিবার এবং রবিবার আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে।
বসরা প্রাদেশিক পরিষদের বিবৃতিতে বলা হয়েছে: বসরার গভর্নর আসাদ আল-ইদানি ইমাম হোসাইন (আ.)-এর আরবাইন উপলক্ষে চলতি সপ্তাহের বুধবার, বৃহস্পতিবার এবং আগামী সপ্তাহের রবিবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে, কারবালা এবং নাজাফ আশরাফ প্রদেশও আরবাইন উপলক্ষে আজ থেকে পরের সপ্তাহে সোমবার পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। 4232509

captcha