IQNA

মালয়েশিয়ার ৬৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা + ছবি ও ভিডিও

0:02 - August 10, 2025
সংবাদ: 3477857
ইকনা- মালয়েশিয়ার ৬৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে, তবে এ বছর বাংলাদেশ ও ইরানের প্রতিনিধি কোন স্থান অর্জন করতে পারেননি।

ইকনার প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৯ আগস্ট বিকেলে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ইরানের পক্ষ থেকে অংশ নেওয়া মোহসেন কাসেমি যিনি ১৪০৩ ফার্সী সালে ইরানের জাতীয় কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানাধিকারী ছিলেন এ আসরে ক্বিরাত তাহকিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করলেও শীর্ষ স্থান অর্জনে ব্যর্থ হন।

ফলাফলে, ক্বিরাত তাহকিক বিভাগে পুরুষদের মধ্যে স্বাগতিক দেশ মালয়েশিয়ার প্রতিনিধি আইমান রিজওয়ান প্রথম স্থান অর্জন করেন। ইন্দোনেশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পান। নারীদের তিলাওয়াত বিভাগেও মালয়েশিয়ার প্রতিযোগী প্রথম হন।

হিফজ বিভাগে পুরুষদের মধ্যে জার্মানির মুসলিম প্রতিনিধি প্রথম স্থান অর্জন করেন, আর সিরিয়া ও ভারতের প্রতিনিধিরা দ্বিতীয় ও তৃতীয় স্থান পান। নারীদের হিফজ বিভাগে সিরিয়া, মালয়েশিয়া ও লিবিয়ার প্রতিনিধিরা ক্রমানুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন।

এ আসরে ইরানের প্রবীণ কুরআন বিশেষজ্ঞ গুলামরেজা শাহমিভে এসফাহানি বিচারক মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোহসেন কাসেমি মঞ্চে সূরা আনআমের ১১ থেকে ২১ নম্বর আয়াত তিলাওয়াত করেন। 4299039#

اعلام نتایج مسابقات بین‌المللی قرآن مالزی

 
captcha