IQNA

থাইল্যান্ডের মুসলিম তরুণদের জন্য ‘ইয়ালা লার্নিং পার্ক’ উদ্বোধন

12:28 - September 20, 2025
সংবাদ: 3478097
ইকনা- আজ (শনিবার) ইয়ালা সিটি ইয়ুথ সেন্টার প্রাঙ্গণে দক্ষিণ থাইল্যান্ডের প্রথম আঞ্চলিক লার্নিং পার্ক “ইয়ালা লার্নিং পার্ক (TK Park Yala)” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এই কেন্দ্রটি TK Park (লার্নিং পার্ক সংস্থা) এবং ইয়ালা সিটি করপোরেশন-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্ম ও বিভিন্ন সংস্কৃতির মানুষের জন্য এমন একটি উন্মুক্ত স্থান তৈরি করা, যেখানে তারা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারবে, ধারণা ও উদ্ভাবন শেয়ার করতে পারবে এবং দক্ষিণ থাইল্যান্ডে একটি শিক্ষাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবে।

افتتاح «پارک یادگیری یالا» برای جوانان مسلمان تایلند

৫,১২৪ বর্গমিটার জুড়ে বিস্তৃত ইয়ালা লার্নিং পার্কে রয়েছে— শিশুদের জন্য গ্রন্থাগার, “লান সান ফান” (স্বপ্ন বাস্তবায়নের মাঠ) নামের কার্যক্রমের খোলা আঙিনা, নীরব পাঠাগার (Quiet Room), সৃজনশীল উদ্ভাবন কেন্দ্র, দলীয় কাজের জন্য শেয়ারিং স্পেস এবং ছোট প্রদর্শনী হল (Mini Theater)।
ইয়ালা সিটি ইয়ুথ সেন্টার ও ইয়ালা লার্নিং পার্ক ইতোমধ্যেই দক্ষিণ থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত অঞ্চলে সহাবস্থান, জ্ঞান ও উদ্ভাবনের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। 4305764#

افتتاح «پارک یادگیری یالا» برای جوانان مسلمان تایلند

افتتاح «پارک یادگیری یالا» برای جوانان مسلمان تایلند

 

captcha