ইকনার প্রতিবেদনে আলজাজিরার বরাত দিয়ে জানানো হয়েছে, এই বন্দিরা গাজা উপত্যকার মধ্যাঞ্চল থেকে মুক্তি পেয়েছেন।
ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা জানিয়েছে, রেড ক্রসের প্রতিনিধিরা গাজার দক্ষিণে খান ইউনুস এলাকায় নির্ধারিত দ্বিতীয় সাক্ষাৎস্থলে “স্বাধীনতার ঝড়” চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফার ইসরায়েলি বন্দিদের গ্রহণ করেন।
অন্যদিকে, ইসরায়েলি দখলদার বাহিনীর রেডিও দাবি করেছে যে হামাসের হাতে আর কোনো জীবিত বন্দি নেই।
এর আগে হামাসের সামরিক শাখা, আল-কাসাম ব্রিগেড, জানিয়েছিল যে বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে গাজার দক্ষিণাঞ্চলে ১৩ জন ইসরায়েলি বন্দিকে হস্তান্তর করা হবে। 4310459#