
মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সূত্রে জানা যায়, উত্তর মেসিডোনিয়া — যাকে প্রায়ই “বালকানের হৃদয়ে কুরআনের cradle” বলা হয় — সেখানে এই উৎসবমুখর আয়োজনের মাধ্যমে ছোট্ট হাফেজের অনন্য সাফল্যকে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁরা কুরআনের হাফেজ ও শিক্ষকদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং কুরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আয়ান ইব্রাহিমের পূর্ণ কুরআন হেফজ সম্পন্ন করার উপলক্ষে, যিনি তাঁর শিক্ষক শাইখ ইব্রাহিম ইব্রাহিমের তত্ত্বাবধানে কুরআন মুখস্থ করেছেন।
অনুষ্ঠানের শুরুতে মসজিদ সুলতান ফাতিহের খতিব শাইখ ইয়াসির ইসলামী অতিথিদের স্বাগত জানান। পরে আয়ানের শিক্ষক শাইখ ইব্রাহিম ইব্রাহিম তাঁর পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন।
স্কপিয়ের গ্র্যান্ড মুফতি ক্বানান ইসমাইলি শিক্ষক ও ছাত্র দুজনেরই প্রশংসা করে বলেন, “এই শিশুর দৃঢ় মনোবল ও অধ্যবসায় আমাদের সবার জন্য অনুপ্রেরণা।” তিনি আল্লাহ তাআলার কাছে আয়ানের দুনিয়া ও আখিরাতের সাফল্য কামনা করেন।
অন্য ধর্মীয় আলেম শাইখ শাকির ফাতাহি বলেন, “কুরআন মুখস্থ করা একজন মুসলমানের জন্য সর্বোচ্চ মর্যাদার অর্জন। আমাদের উচিত এসব হাফেজদের সহায়তা ও লালন করা, যাতে তারা আগামী প্রজন্মের জন্য আদর্শ হয়ে উঠতে পারে।”
অনুষ্ঠানের শেষে স্কপিয়ে ইসলামিক কাউন্সিল (মাশিয়াখাত) আয়ান ইব্রাহিমকে সম্মাননাপত্র, একটি ল্যাপটপ ও সম্মানসূচক মেডেল প্রদান করে। তাঁর শিক্ষককেও আলাদা করে সম্মাননা দেওয়া হয়।
এছাড়া উত্তর মেসিডোনিয়ার মুফতির পক্ষ থেকে আয়ান ও তাঁর শিক্ষককে নগদ পুরস্কার ও উমরাহ সফরের উপহার দেওয়া হয়। 4310904#