ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রাঙ্কফুর্ট ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী উক্ত শোকানুষ্ঠান চার দিন ব্যাপী তথা ২য় জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
শোকানুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, যিয়ারত পাঠ, ধর্মীয় বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ খালিল জাদে, মর্সিয়া সহ অন্যান্য ধর্মীয় প্রোগ্রাম বিবেচনা করা হয়েছে।
উল্লেখ্য যে, হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমাম হাসান মুজতাবা (আ.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোকানুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ১৯:৩০শে ফ্রাঙ্কফুর্ট ইসলামিক সেন্টারে আহলে বাইয়েত ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
1347522