কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সাদ্দামের শাসন আমলে ইমাম আলী (আ.)এর মাযারের যে সকল ঐতিহাসিক নিদর্শন সমূহ নষ্ট করা হয়েছিলে, সেগুলোর সংস্করণ কর্ম শুরু করা হয়েছে। এর মধ্যে ইমাম আলী (আ.)এর মাজারে প্রবেশের স্থান, খচিত কর্ম এবং কিছু ঐতিহাসিক নিদর্শনও রয়েছে।
এই প্রকল্পের পর্যবেক্ষক সায়্যেদ মোহাম্মাদ আলীয়ুল হাকিম জানিয়েছেন, আমিরুল মুমিনিন আলী (আ.)এর মাযারের প্রবেশ স্থানে খচিত কর্ম, ঐতিহাসিক নিদর্শন, অনেক পুরনো লেখা, স্বর্ণের কাজ, আলী (আ.)এর শানে আরবি ও তুর্কি ভাষায় লিখিত কবিতা এবং আমিরুল মুমিনিন আলী (আ.)এর শানে যেসকল আয়াত নাযিল হয়েছে সেগুলো তাঁর মাযারে লেখা হয়েছিল। এসব কিছুই সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, সাদ্দামের শাসনামলে কিছু ঐতিহাসিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলোকে মাযারের কোষাগারে স্থানান্তরণ করা হয়েছে এবং ঐখানে সংরক্ষণ করা হয়েছে। আমরা আলী (আ.)এর মাযার সংস্করণের জন্য ইরানী এবং তুরস্কের বিশেষজ্ঞদের নিমন্ত্রণ করেছি।
তিনি সর্বশেষে জানান, বর্তমানে ইমাম আলী (আ.)এর মাযারের ববে রেজা (আ.)এর প্রাঙ্গণ সংস্কার করা হচ্ছে এবং এই প্রাঙ্গণের পুনর্নির্মাণ কার অধিক জটিল। আর এজন্য এ প্রাঙ্গণের পুরাতন ছবি প্রয়োজন। যাদের নিকট এই প্রাঙ্গণের পুরাতন ছবি রয়েছে ঐ ছাবি গুলো আমাদের নিকট প্রেরণ করে এ প্রাঙ্গণ সংস্করণ কর্মে সাহায্য করতে পারেন।
http://www.iqna.ir/fa/News/1368199