IQNA

মিশরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল পুরো ফ্ল্যাট, অক্ষত রইল পবিত্র কুরআন

10:42 - November 09, 2025
সংবাদ: 3478402
ইকনা প্রতিবেদনে বলা হয়েছে— মিশরের দমনহুর শহরের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে সমস্ত আসবাবপত্র ও সামগ্রী পুড়ে ছাই হয়ে গেলেও, বিস্ময়করভাবে একটি পবিত্র কুরআনের কপি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শহরের আবুরিশ এলাকার একটি ভবনের নিচতলায়। দমনহুর থানায় স্থানীয় বাসিন্দারা আগুনের খবর দিলে পুলিশ, দমকল ও একটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বাসিন্দারা ঘন ধোঁয়া দেখে দ্রুত ভবন ছাড়েন। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং সেটি অন্য ফ্ল্যাট বা পাশের ভবনে ছড়িয়ে পড়তে পারেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে।
চোখে দেখা প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনে অ্যাপার্টমেন্টের সবকিছু পুড়ে গেলেও, একটি কুরআন শরিফের কপি সম্পূর্ণ অক্ষত ছিল— যা উপস্থিত সবাইকে গভীরভাবে বিস্মিত ও আবেগাপ্লুত করে তোলে। 4315565#
 
captcha