IQNA

গত মাসে হারামাইন শরীফাইনে ৫ কোটি ৪০ লাখেরও বেশি মুসল্লি ও যিয়ারতকারী উপস্থিত ছিলেন

13:59 - October 28, 2025
সংবাদ: 3478333
ইকনা- সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ পরিষদ ঘোষণা করেছে যে, ১৪৪৭ হিজরির রবিউস সানী মাসে এই দুই পবিত্র মসজিদে মোট ৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৯০১ জন মুসল্লি ও যিয়ারতকারী উপস্থিত ছিলেন।
আল-রিয়াদ পত্রিকার বরাতে ইকনা জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়, মসজিদুল হারামে মোট ১ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৮৫৪ জন মুসল্লি নামাজ আদায় করেছেন। এর মধ্যে ৯৩ হাজার ৭২০ জন পবিত্র হিজর ইসমাইল (হাতিম) এলাকায় নামাজ আদায় করেন। অন্যদিকে, উমরাহ আদায়কারীর সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ১৫৩ জন।
অন্যদিকে, মসজিদে নববীতে একই মাসে নামাজ আদায় করেছেন ২ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৩৭০ জন মুসল্লি। এর মধ্যে ২০ লাখ ৮৩ হাজার ৮৬১ জন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরীফে নামাজ আদায় করেন।
এ ছাড়া, মহানবী (সা.)-এর রওজা মোবারক যিয়ারতের উদ্দেশ্যে মসজিদে নববীতে আগত যিয়ারতকারীর সংখ্যা ছিল ১৪ লাখ ৮৮ হাজার ৯৪৩ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হারামাইন কর্তৃপক্ষ এখন আধুনিক প্রযুক্তি ও স্মার্ট সেন্সর ব্যবস্থার মাধ্যমে দুই মসজিদের প্রধান প্রবেশপথে মুসল্লি ও উমরাহ আদায়কারীদের সংখ্যা নির্ভুলভাবে গণনা ও পর্যবেক্ষণ করছে।
এই উদ্যোগের লক্ষ্য হলো পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, জনস্রোত নিয়ন্ত্রণ ও সেবাব্যবস্থাপনা উন্নয়ন— যা সংশ্লিষ্ট সরকারি ও প্রশাসনিক সংস্থাগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। 4313289#
 
captcha