IQNA

ইসরায়েলের নতুন হামলা: দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা, একজন নিহত + ভিডিও

1:12 - November 08, 2025
সংবাদ: 3478396
ইকনা- ইসরায়েল আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালিয়েছে।

আলজাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে তারা হিজবুল্লাহর সামরিক অবস্থানগুলোর ওপর নতুন করে একাধিক আক্রমণ চালিয়েছে।

আলজাজিরার প্রতিবেদক জানান, শুক্রবার দক্ষিণ লেবাননের আইতা আল-জাবাল এবং তাইর দাবা এলাকায় দুটি বিমান হামলা হয়েছে।

এদিকে, আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলের ওপর নিম্ন উচ্চতায় টহল দিচ্ছে।

লেবাননের সূত্রগুলো জানায়, উদ্ধারকারী যানবাহনগুলো ইতোমধ্যে হামলার শিকার এলাকাগুলোর দিকে ছুটে যাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী এর আগে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের উদ্দেশে এক সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে যে, তারা শিগগিরই হিজবুল্লাহর সামরিক অবকাঠামোর ওপর হামলা চালাবে। সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলার উদ্দেশ্য হলো “হিজবুল্লাহর কার্যক্রম পুনরায় শুরু করার প্রচেষ্টা ব্যর্থ করা।”

সতর্কবার্তায় ইসরায়েলি সেনারা “আল-তাইবা” ও “দাইর দাবা” গ্রামের বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে। একই সতর্কবার্তা পাঠানো হয়েছে আইতা আল-জাবাল এলাকার অধিবাসীদের প্রতিও।

অন্যদিকে, বিকেলে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের তুরা ও আল-আব্বাসিয়ার মধ্যবর্তী মানশারাত খাশব এলাকায় হামলা চালায়।

আল-মায়াদিনের প্রতিবেদক জানিয়েছেন, এই হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।4315248#

captcha