আল-মানার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লেবাননে তত্পর আন-নুসরাহ সন্ত্রাসী গ্রুপ নিজস্ব টুইটার পেজ-এ বিবৃতি প্রদান করে লেবাননের পূর্বাঞ্চলীয় শহর ‘আল-হেরমেল’-এ ঘটানো বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঐ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে হেরমেল শহরের ‘আল-মোবরাত’ এলাকায় একটি পেট্রোল পাম্পে গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ৩ ব্যক্তি শহীদ এবং ২০ জন আহত হয়।
এদিকে লেবাননের শিয়াদের উচ্চতর ইসলামি পরিষদের ডেপ্যুটি প্রধান গতকালের এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন : এ সন্ত্রাসীরা শুধু হত্যা ও সহিংসতা ছাড়া অন্য কোন ভাষা ব্যবহার করতে জানে না। সন্ত্রাসীরা বেসামরিক লোকদেরকে হত্যা করাকে নিজেদের কর্মপন্থা হিসেবে বেছে নিয়েছে। যাতে এর মাধ্যমে লেবাননের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে পারে। আর একে প্রতিহত করতে তাকফিরী আকিদায় বিশ্বাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
উল্লেখ্য, ওয়ালিদ জোম্বালাত ও হুসাইন আল-মুসাভিসহ লেবাননের অপর রাজনৈতিক ব্যক্তিত্বও এ বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন।