IQNA

মসজিদুল আকসায় জায়নবাদীদের হামলার নিন্দায় আল-আযহার

23:18 - March 01, 2014
সংবাদ: 1381528
আন্তর্জাতিক বিভাগ : গত বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারী) মসজিদুল আকসায় উগ্র জায়নবাদীদের হামলার নিন্দা জানিয়েছেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি।

মিশরীয় দৈনিক ‘আল-মিসরী আল-ইয়াওম’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : আল-আযহারের গ্রান্ড মুফতি ঐ বিবৃতিতে বলেছেন, মসজিদুল আকসার উপর জায়নবাদীদের আধিপত্যকে কোনভাবেই মেনে নেয়া হবে না। কেননা জায়নবাদীদের এ পদক্ষেপ বিশ্ব শান্তিকে হুমকির সম্মুখীন করবে।
বিবৃতিতে আহমাদ আত-তাইয়্যেব মসজিদুল আকসার উপর জায়নবাদীদের আধিপত্য বিস্তারের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান।
মসজিদুল আকসা ও ইসলামি নিদর্শনের উপর উগ্র ইসরাইলীদের হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের জন্য তিনি ইসলামি ও আরব দেশ এবং বিশ্বের মুক্তিকামী জনতার প্রতি আহবান জানিয়েছেন।#1380817

captcha