IQNA

ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধবিরতি লঙ্ঘনের ৮০টি ঘটনায় ৯৭ ফিলিস্তিনি শহীদ

14:19 - October 20, 2025
সংবাদ: 3478282
ইকনা- গাজার সরকারি গণমাধ্যম দফতর জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী অন্তত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে ৯৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ২৩০ জনের বেশি আহত হয়েছেন।
ইকনার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনের সরকারি গণমাধ্যম দফতর এক বিবৃতিতে জানায়— দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে, যা স্পষ্টভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল।
বিবৃতিতে বলা হয়, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে নাগরিকদের সরাসরি লক্ষ্য করে বোমা হামলা, নির্বিচার গুলিবর্ষণ এবং বেসামরিক ফিলিস্তিনিদের আটক করা, যা প্রমাণ করে যে ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার পরও তার আগ্রাসী নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নথিভুক্ত এসব ঘটনা ইঙ্গিত দেয় যে, দখলদার বাহিনী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানেনি এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ ও সহিংসতা চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিন সরকারের তথ্যমতে, এই আগ্রাসী কর্মকাণ্ডের ফলে ৯৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ২৩৩ জনের বেশি আহত হয়েছেন। 4311739#
 
captcha