IQNA

থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রীর নতুন ইসলামিক ঐতিহ্য জাদুঘর ও কুরআন শিক্ষাকেন্দ্র পরিদর্শন

19:35 - October 19, 2025
সংবাদ: 3478279
ইকনা-  থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রী জুবাইদা থাইসার্ট শনিবার, ২৬ মেহর (১৯ অক্টোবর) আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ইয়িংগো অঞ্চলে নবনির্মিত ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য জাদুঘর ও কুরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ইকনার থাইল্যান্ড প্রতিনিধি সূত্রে জানা গেছে, মন্ত্রী জুবাইদা থাইসার্টের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন কৃষি উপমন্ত্রী আমিন মায়ুসো এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করেন এবং জাদুঘরের প্রদর্শনী হল ও কুরআন শিক্ষার শ্রেণিকক্ষসমূহ ঘুরে দেখেন।
মন্ত্রী স্থানীয় বাসিন্দা ও মহিলা সংগঠনগুলোর সঙ্গে একত্রে রাসুলুল্লাহ (সা.)–এর ওপর দরূদ পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জাদুঘরটি ১৮২ মিলিয়ন বাতেরও বেশি আর্থিক সহায়তায় এবং দক্ষিণ সীমান্ত প্রদেশ প্রশাসন কেন্দ্র (SBPAC) ও ফাইন আর্টস ডিপার্টমেন্ট–এর সহযোগিতায় নির্মিত হয়েছে।
এখানে প্রায় ৭০টি বিরল হস্তলিখিত কুরআনের পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে, যার মধ্যে কিছু কপির বয়স ৮৬০ বছর পর্যন্ত পুরনো। এসব পাণ্ডুলিপি থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ইয়েমেনসহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে।
এই জাদুঘর ও এর সংলগ্ন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো দক্ষিণ থাইল্যান্ডের মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক ও ধর্মীয় সংলাপকে উৎসাহিত করা।
এই নতুন কমপ্লেক্সটি অদূর ভবিষ্যতে নারাথিওয়াত প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। 4311403#
 
captcha