আন্তর্জাতিক বিভাগ: এক সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারী একটি ভিডিও প্রকাশ করেছে যাতে একটি তোতা পাখি কুরআন পড়ছে।কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ভিডিও ক্লিপটি চার বছর পূর্বে সামাজিক নেটওয়ার্ক ‘ইউটিউবে’ প্রকাশিত হয়েছে। বর্তমানে ইউটিউব ব্যবহারকারী অনেকেই এ ভিডিওটি নিজেদের ব্যক্তিগত পৃষ্ঠায় পোষ্ট করেছে।
এ ভিডিও ক্লিপে দেখা যায় একটি তোতাপাখিটি খাঁচার মধ্যে ‘তৌহিদ’ সুরা পাঠ করছে। আর এ তোতা পাখিটি কুরআন পড়ায় বিস্মিত হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীগণ।
তোতা পাখির মালিক জানিয়েছেন: তোতা পাখিটি কেনার পর পবিত্র কুরআনের আয়াত তাতে শিখানো হয়েছে।
ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন।