কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন মাহফিল ইমাম আলী (আ.)-এর মাযারের সাঙ্গে সম্পৃক্ত দারুল কুরআনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
দারুল কুরআনের কর্তৃপক্ষ হায়দার রাহিম বলেছেন: ইরানের পবিত্র নগরী কোমে অবস্থিত হযরত মাছুমা (সা. আ.) মাযারের সঙ্গে সম্পৃক্ত ‘বুস্তানে কুরআন ও ইতরাত’ আঞ্জুমানে মোট ৩০ জন কুরআনের হাফেজ রয়েছে। উক্ত কুরআন মাহফিলে ইরানী ক্বারিগণ ছাড়াও ইরাকের ক্বারিগণ অংশগ্রহণ করেছেন।
বলাবাহুল্য ইমাম আলী (আ.)-এর মাযারের সাঙ্গে সম্পৃক্ত দারুল কুরআনের পক্ষ থেকে ইসলামী বিশ্বের বিভিন্ন ক্বারিগণ নিমন্ত্রিত হয়েছেন।