
গেট আল-সৌদিয়ার বরাত দিয়ে ইকনা জানায়, এবারের প্রতিযোগিতা ছেলে ও মেয়ে উভয়ের জন্য উন্মুক্ত এবং প্রাথমিক পর্যায় ছয়টি শাখায় অনুষ্ঠিত হয়েছে।
এই পর্বের জন্য মোট ৭ মিলিয়ন সৌদি রিয়াল পুরস্কার রাখা হয়েছে, যা প্রতিটি শাখার শ্রেষ্ঠদের মধ্যে বিতরণ করা হবে।
ছেলেদের শ্রেষ্ঠদের সম্মাননা অনুষ্ঠান ১৪৪৭ হিজরির ২ রজব (১ মার্চ ২০২৬) এবং মেয়েদের অনুষ্ঠান ৩ রজব (২ মার্চ ২০২৬) রিয়াদে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে, যা চূড়ান্ত পর্যায়ের জন্য প্রস্তুতি হিসেবে কাজ করেছে। চূড়ান্ত পর্যায় শাবান মাসে রিয়াদে অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত পর্যায়ে শ্রেষ্ঠরা নির্বাচিত হবেন এবং প্রথম শাখার বিজয়ী ৪০০ হাজার সৌদি রিয়াল পুরস্কার লাভ করবেন।
প্রতিযোগিতার প্রথম শাখা হলো: শাতিবিয়া পদ্ধতিতে সাতটি মুতাওয়াতির কিরাআতসহ পূর্ণ কুরআন সংরক্ষণ ও উত্তম আদায়-তাজবিদ। অন্যান্য শাখা: কুরআনের শব্দের তাফসিরসহ পূর্ণ কুরআন সংরক্ষণ, ২০ জুজ, ১০ জুজ এবং টানা ৫ জুজ সংরক্ষণ উত্তম আদায় ও তাজবিদসহ। 4323944#