IQNA

কানাডায় পালিত হবে গাদিরের উৎসব মাহফিল

23:53 - October 08, 2014
সংবাদ: 1458540
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র ঈদে গাদির উপলক্ষে কানাডার টরেন্টো শহরে ইমাম মাহদী (আ.) ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ১২ই অক্টোবর উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উৎসব মাহফিল কানাডায় বসবাসকৃত ইরানী অধিবাসী এবং আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে ইমাম মাহদী (আ.) ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
এ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, জামায়াত সহকারে নামাজ, গাদিরের আলোকে ইংরেজি ভাষায় বক্তৃতা, ইসলামিক সঙ্গীত এবং রাতের খাবার সহ অন্যান্য ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও উক্ত উৎসব মাহফিলে শিশু ও যুবকদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে।
এ অনুষ্ঠানের পাশাপাশি টরেন্টো শহরে বসবাসকৃত ইরানীদের কর্তৃক নির্মিত মসজিদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদে গাদির উপলক্ষে উৎসব অনুষ্ঠান ১২ই অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, ইমাম মাহদি (আ.) ইসলামিক সেন্টার ২০০৪ সালে ১৫ই শাবানে সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য কানাডায় বসবাসকৃত ইরানি অধিবাসীরা প্রতিষ্ঠিত হবে।
1458155

captcha