
আস্তানে আলাভি সূত্রে জানা যায়, দারুল কুরআন দেশব্যাপী বিভিন্ন প্রদেশে—যেমন নিনওয়া, কিরকুক, বসরা, দিয়ালা, যিকার, সালাহউদ্দিন, বাগদাদ, ওয়াসিত, দিওয়ানিয়া, মুসান্না প্রভৃতি স্থানে—ধারাবাহিকভাবে কুরআন বিষয়ক সেমিনার আয়োজন করছে।
সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই “কুরআনের পাঠ বিকৃতি থেকে সংরক্ষণ” শীর্ষক এই বৈঠকে অংশগ্রহণ করেন বহু কুরআন-বিশেষজ্ঞ ও গবেষক।
সেমিনারে উপস্থাপিত হয় একাধিক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক প্রমাণ। বিশেষ করে প্রথম হিজরি শতাব্দীর প্রাচীন কুরআন পান্ডুলিপিগুলোর উপর ইউরোপের বিশেষায়িত গবেষণাগারে সম্পন্ন পরীক্ষার ফলাফল তুলে ধরা হয়, যা কুরআনের পাঠরূপ সংরক্ষিত ও বিকৃতিমুক্ত থাকার প্রমাণ বহন করে।
এছাড়া আস্তানে আলাভি হযরত আমিরুল মুমিনিন আলী (আ.)-এর প্রতি সমর্পিত একটি ঐতিহাসিক কুরআন সংকলনের পরিচিতি ও এর বৈশিষ্ট্য উপস্থাপন বিষয়ক একটি পৃথক সেমিনারও আয়োজন করে।
দুইটি অনুষ্ঠানেই উপস্থিত অতিথিদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহী আলোচনার মাধ্যমে বিষয়বস্তু আরও সমৃদ্ধ হয়।
দারুল কুরআনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলা মুহসিন বলেন, “এই ধারাবাহিক সেমিনার আয়োজনের মূল লক্ষ্য হলো কুরআন শিক্ষার প্রসার, সমাজে কুরআনের ধারণা ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, এবং ব্যক্তি ও সমাজ জীবনে কুরআনের শিক্ষার বাস্তব প্রয়োগ জোরদার করা।”
তিনি আরও বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অন্যতম দায়িত্ব হলো কুরআনের প্রকৃত ও প্রামাণ্য মূল্যবোধকে সমাজে সুপ্রতিষ্ঠিত করা, এবং আস্তানে আলাভি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।” 4313043#