IQNA

আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০তম আন্তর্জাতিক কুরআন ও হাদিস উৎসব অনুষ্ঠিত হবে

22:04 - November 08, 2014
সংবাদ: 1471123
আন্তর্জাতিক বিভাগ: ২০তম আন্তর্জাতিক কুরআন ও হাদিস উৎসবের সচিবলায়ের কর্মকর্তা জানিয়েছেন: আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০তম আন্তর্জাতিক কুরআন ও হাদিস উৎসবে ২০০০ জন নাম নিবন্ধন করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ পর্যন্ত দু’হাজারের অধিক বিদেশী শিক্ষার্থীরা ২০তম আন্তর্জাতিক কুরআন ও হাদিস উৎসবে অংশগ্রহণ করার জন্য নিজেদের নাম নিবন্ধন করেছে।
এ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নাম নিবন্ধন পর্ব ১১ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকার ব্যাপারে আন্তর্জাতিক কুরআন ও হাদিস উৎসবের সচিবলায়ের কর্মকর্তা জানিয়েছেন: ইরানে অবস্থিত বিদেশী ছাত্রদের নাম নিবন্ধন কর্ম আল মুস্তাফা (সা.)এর সাবসিডিয়ারিতে হয়েছে।
কুরআন ও হাদিস উৎসবের সচিবলায়ের কর্মকর্তা জনাব কোরবানী এ উৎসবের ব্যাপারে জানিয়েছেন: গত বছরে মৌখিক, লিখিত পরীক্ষা ও গবেষণার আলোকে ৩২টি দেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং চলতি বছরে ৪০টি অধিক দেশে এ উৎসব অনুষ্ঠিত হওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন: ডিসেম্বর মাসে লিখিত ও মৌখিকের প্রারম্ভিক পরীক্ষার শুরু হবে এবং এ পরীক্ষায় উত্তীর্ণদের জন্য চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন: এ উৎসব অনুষ্ঠানের সমাপনই অনুষ্ঠান ইমাম খোমেনী (রাহ.) মাদ্রাসার কুদস কমপ্লেক্সে একজন কুরআনিক ব্যক্তিত্ব ও একটি কুরআনিক কেন্দ্রকে সম্মাননা প্রদর্শন করা হবে।
1470803

captcha