Twocircles ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য, স্ট্যাটিস্টিক, পোস্টার, ডক্যুমেন্টরি, শর্ট ফিল্ম ইত্যাদি প্রদর্শনের মাধ্যমে চিকিত্সা শাস্ত্রে মুসলমানদের ভূমিকার বিষয়টি তুলে ধরা হবে। হায়দ্রাবাদের মুসলমানদের শিক্ষা, সমাজ ও সংস্কৃতি বিষয়ক সংস্থার সাধারণ সম্পাদক জনাব ফাখরুদ্দীন মুহাম্মাদ এ বিষয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক এ সম্মেলন IIIM ও যুক্তরাষ্ট্রের IMANA –এর উদ্যোগে এবং MES ও MESCO –এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের অবকাশে ‘ইসলামি সভ্যতার স্বর্নযুগ’ শীর্ষক এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, IIIM সংস্থাটি ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের IMANA এর উদ্যোগে, ইসলামে চিকিত্সা শাস্ত্র চর্চার ইতিহাস পর্যালোচনা ও তা পূণঃজাগরনের উদ্দেশ্যে গঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা আগামি ৩০শে নভেম্বর নাগাদ ইসলামি চিকিত্সা বিষয়ক সংস্থার নিজস্ব ওয়েব সাইট ভিসিটের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ পূর্বক নাম নিবন্ধন করতে পারবেন।