আস্তান কুদস রাজাভি’র অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে নতুন একটি মেগা ছাপাখানা আগামী এক মাসের মধ্যে ১ কোটি কপি পবিত্র কুরআন ছাপার কাজ শুরু করবে।
আস্তান কুদস রাজাভি’র উপ-প্রধান তত্ত্বাবধায়ক সাইয়্যেদ আহমাদ আলাভি জানান, সম্প্রতি ছাপাখানার নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এখন যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। আগামী এক মাসের কম সময়ের মধ্যে এটা উৎপাদনে যেতে পারবে।
তিনি বলেন, আমরা ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুরআন’ নামে সহজ, সুন্দর ও সঠিকভাবে পবিত্র কুরআন শরীফ ছাপাতে যাচ্ছি এবং বছরে ৫০ লাখ কপি ছাপানো হবে। # 480973