IQNA

শত্রুদের প্রচারণার বিরুদ্ধে ইরানী হজযাত্রীদের সতর্ক করা হলো

22:17 - November 04, 2009
সংবাদ: 1844931
শত্রুদের প্রচারণার বিরুদ্ধে ইরানী হজযাত্রীদেরকে ইমাম খোমেনীর দিকনির্দেশনা মতো চলতে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা আহ্বান জানিয়েছেন।
আয়াতুল্লাহ মোহাম্মদ মোহাম্মাদি-রেশাহরি সৌদি আরব যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে বলেন, “ইসলামের শত্রুদের নেতিবাচক প্রচারণার মোকাবেলায় ইরানী হাজীদের হজের আধ্যাত্মিকতাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে এবং ইসলামী বিপ্লবের দিক নির্দেশনা মতো চলতে হবে। ” তিনি হজে মাজোরের কথা উল্লেখ করে বলেন, বিশ্বের সমস্ত মুসলমান ইমাম মাহদি (আ.) এর আগমনের অপেক্ষায় রয়েছে যিনি সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনবেন এবং বিশ্বে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করবেন। অতএব, আগের হজ মৌসুমগুলোর তুলনায় এ বছর মুসলিম বিশ্বের ঐক্যের জন্য বেশি মনোযোগ দিতে হবে।
প্রতি বছর ইরান থেকে এক লাখ মানুষ হজ করতে পবিত্র মক্কা নগরীতে যান কিন্তু এবার সোয়াইন ফ্লু ভাইরাসের কথা চিন্তা করে এ সংখ্যা কমিয়ে ৫০ হাজার করা হয়েছে। আগামী ২৭শে নভেম্বর পবিত্র হজ উদযাপিত হবে। # 487593
captcha