সাংস্কৃতিক বিভাগ: অস্ট্রেলিয়ার লাকেম্বা শহরের আল গাজালী ইসলামী কেন্দ্রে চলতি মাসের ১১ তারিখ হতে রোজার আহকাম সংক্রান্ত একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Muslim village ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সটি আল গাজালী ইসলামী কেন্দ্রের কর্মকর্তাদের উদ্যোগে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
রোজার শর্তাবলী, রোজা বাতিলকারী জিনিসসমূহ, যাদের উপর রোজা রাখা ওয়াজিব নয়, চাঁদ দেখা, রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য, মুস্তাহাব রোজাসমূহ, এতেকাফের নিয়ম ইত্যাদি বিষয়াবলি এ প্রশিক্ষণ কোর্সে শিক্ষা দেয়া হবে।
আল গাজালী ইসলামী কেন্দ্র এ প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহনকারীদেরকে সনদ পত্র দান করবে।#609966