রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ঐ ৬ জন শিয়া যুবক হচ্ছেন: হায়দার মুহাম্মাদ আলী (২৬), হুসাইন ইউসুফ হারবী (২৩), মুন্তাযির ঈসা আল হাশেম (১৯), বাসসাম আলী আল আলী (১৯), আব্দুল খালেক হুসাইন আল হাসান (২৪) এবং আলী হুসাইন সালেহ আল হাসান (২০)।
এ ৬ জন শিয়া যুবকের মধ্যে কয়েক জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্যরা সরকারী কর্মচারী। তারা কোনরূপ বিচার ছাড়াই গত বছর আশুরার দিন (দশই মহররম) হতে দীর্ঘ এক বছর যাবত সৌদি আরবের কারাগারে বিনা বিচারে দিন কাটাচ্ছে।
এর সকলে সৌদি আরবের আল আহসা প্রদেশের আর রামিলাহ উপশহরের বাসিন্দা। তারা গত বছর গ্রেপ্তারকৃত অন্যান্য শিয়াদের সাথে গ্রেপ্তার হয়।
উল্লেখ্য, সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদেশের বিভিন্ন শিয়া অঞ্চলের শিয়াদেরকে গ্রেপ্তার করা ছাড়াও এ অঞ্চলসমূহের বেশ কয়েকটি মসজিদ, ইমামবাড়ী ও স্কুলও বন্ধ করে দিয়েছে। এছাড়া তারা আল আহসা প্রদেশের শহর ও গ্রামগুলিতে আযাদারী পালনে বাধা দিয়ে থাকে।#730136