IQNA

ভারতীয় হাজীদের নাম নিবন্ধনের সর্বশেষ তারিখ ঘোষণা

22:37 - April 16, 2012
সংবাদ: 2306267
সাংস্কৃতিক বিভাগ : চলতি বছরে হজ্বব্রত পালনেচ্ছু ভারতীয় হাজ্বীরা আগামী ২৫শে এপ্রিল নাগাদ তাদের প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিতে পারবেন।
দক্ষিন এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৪ই এপ্রিল এ বিষয়ে ঘোষণা করেছে যে, চলতি মৌসুমে হজ্ব পালনে ইচ্ছুক হাজ্বীরা আগামী ১৫শে এপ্রিল বুধবার নাগাদ সারাদেশের পাসপোর্ট বিষয়ক কার্যালয়ে নিজেদের কাগজ-পত্র জমা দিতে পারবে, যাতে হাজ্বীদের জন্য পাসপোর্ট যথাসময়ে প্রস্তুত করা সম্ভব হয়।
প্রতিবেদনে বলা হয়েছে যে, চলতি মৌসুমে ২ লক্ষাধিক হাজ্বী হজ্ব পালন করবে বলে ধারণা করা হচ্ছে; এদের মধ্যে ১ লক্ষ ৩০ হাজার হাজ্বী এদেশের হজ্ব বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে এবং অবশিষ্ট ৭০ হাজার হাজ্বী বিভিন্ন প্রাইভেট এজেন্সির মাধ্যমে হজ্বব্রত পালন করতে সৌদি আরব গমন করবেন।#986092
captcha