IQNA

ভারতে, হজ্ব তীর্থযাত্রীদের প্রশিক্ষণ বিষয়ক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত

1:13 - May 25, 2012
সংবাদ: 2333288
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: ভারতে ‘উত্তর প্রদেশ’ রাজ্যের ‘ব্রাইটে’ শহরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৯শে মে, হজ্ব তীর্থযাত্রীদের প্রশিক্ষণ বিষয়ক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: চলতি বছরের হজ্ব যাত্রীদের জন্য এই প্রশিক্ষণ অধিবেশন আয়োজন করা হয়েছে। ‘ব্রাইটে’ শহরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণ অধিবেশনে ভারতের বিশিষ্ট ওলামা জনাব ইব্রাহিম, তীর্থযাত্রীদের জন্য হজ্বের বিভিন্ন আমল সম্পর্কে বিশেষ বক্তৃতা ব্যক্ত করেন।
প্রশিক্ষণ অধিবেশনের শেষপ্রান্তে, ভারতের এক বিশিষ্ট ওলামা, হজ্ব সম্পর্কিত পবিত্র কোরআনের আয়াত ও মাসুম (আ.)-দের হাদিসের সমন্বয়ে যুক্তি প্রয়োগ করে বিশেষ বক্তৃতা প্রদান করেন।
1012601#
captcha