ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ান টেলিভিশন চ্যানেলের পরিচালক ঘোষণা করেছেন, তাতারস্থানের রাজধানী কাজানে অবস্থিত এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র পবিত্র রমজান মাসে মালয়েশিয়ান টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘মারাত ঘিলান ওফ’ এবং এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ‘আব্দুল্লাহ শানঘার ওফ’ ও ‘রমজান খারাম শীন’ সঙ্গে মালয়েশিয়া টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদল দেখা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং অধ্যাপক মহোদয় এই অতিথি বৈঠকে সাক্ষাৎকারের সময় উক্ত বিশ্ববিদ্যালয়ের স্থাপিত কাল, শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যকলাপের বিষয়ে আলোচনা করেন।
মালয়েশিয়া টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদল এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং গ্রন্থাগার, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও সেমিনার কক্ষ পরিদর্শন করেন।
1013069#