IQNA

পাক্ষিক ফজরে’র নতুন সংখ্যা প্রকাশিত

18:29 - May 30, 2012
সংবাদ: 2338017
সাংস্কৃতিক বিভাগ : বাংলা ভাষায় প্রকাশিত জাফরী মাযহাবের একমাত্র পাক্ষিক পত্রিকা ফজরে’র নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাক্ষিক ফজরের ১৫ তম বর্ষের ১৬ তম সংখ্যা প্রকাশিত হয়েছে। ফজরে’র এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে তম্মধ্যে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো হচ্ছে :
(১) রজবের অজানা কাহিনী। (সম্পাদকীয়)
(২) ইমামতের জ্যোতির পঞ্চম ইমাম; হযরত মোহাম্মাদ আল বাকের (আ.) : একটি পর্যালোচনা। (ফজর সম্পাদনা ডেস্ক)
(৩) রজব মাসের তাত্পর্য ও আমলসমূহের পর্যালোচনা।
(৪) ৩রা রজব ইমামতের ধারার দশম ইমাম হযরত হাদী আন নাকী (আ.) এর শাহাদাত দিবস।
(৫) প্রকৃত ও খাঁটি ইসলাম।
(৬) সৌদি আরবের সঙ্গে বাহরাইনের একীভূত হওয়ার পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(৭) একজন সংগ্রামী পরিবারের সন্তান (১লা রজব সৈয়দ মুহাম্মাদ বাকির হাকীমের শাহাদাত স্মরণে)।
(৮) হযরত আলী (আ.) এর উদ্দেশ্যে প্রিয় নবী (স.) এর ওসিয়ত।
(৯) চির শাশ্বত কোরআনের কাহিনী। (অনুবাদ : মোঃ শহীদুল হক)
(১০) পুত্রের প্রতি পিতার অমিয় বাণী।
(১১) ইতিহাসের পাতা থেকে হযরত আলী (আ.) এর বিচারকার্য।
(১২) ইমাম খোমেনী (রহ.) এর কিছু স্মৃতিময় মুহূর্ত। (পূর্ব প্রকাশের পর)
(১৩) হযরত বেলাল (রা.) এর সুমধুর আযানের কথা।
(১৪) নারীকূলের শিরোমণি হযরত ফাতেমাহ্‌ যাহরা (আ.) এর মর্যাদা। (নূর হোসেন মাজিদী)
(১৫) ইহলৌকিক প্রশান্তি ও পরলৌকিক সৌভাগ্য।#
captcha