IQNA

গীনিস বুকে, ফিলিস্তিনের ইতিহাসের সর্ববৃহৎ নকশার নিবন্ধন

22:48 - May 30, 2012
সংবাদ: 2338074
আন্তর্জাতিক বিভাগ : ইসলামী ফিলিস্তিনের হামাস অধিদপ্তরের সর্বোচ্চ কর্মকর্তারা ঘোষণা করেছেন যে, এ দেশের ইতিহাসের সর্ববৃহৎ নকশার উদ্বোধনী অনুষ্ঠান এবং সেটি গীনিস বুকে নিবন্ধন করা, চলতি মে মাসের ১০তারিখে অনুষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট (খবর; cpi): হামাসের সর্বোচ্চ কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, ফিলিস্তিনের ইতিহাসের সর্ববৃহৎ নকশার উদ্বোধনী অনুষ্ঠান, গিনেস বিশ্বকোষ সংস্থার কর্মকর্তা ও প্রধান মন্ত্রী ইসমাইল হানিয়ার উপস্থিতিতে, চলতি মে মাসের ১০ তারিখে “গাজায়” উদ্বোধন করা হয়েছে।
বিশ্বের, ফিলিস্তিন ইতিহাসের সর্ববৃহৎ নকশা ও প্রথমবারের এই অনুষ্ঠানটি, গাজা শহরের আল কাতিবা ভবনে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে, গিনেস বিশ্বকোষ সংস্থার সদস্যদের উপস্থিতিতে, ইসলামী ফিলিস্তিন ইতিহাসের সর্ববৃহৎ নকশা, গিনেস রেকর্ড বইতে নিবন্ধন করা হয়।
captcha