IQNA

রুয়ান্ডায় মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস পালিত হবে

13:09 - June 18, 2012
সংবাদ: 2349117
সাংস্কৃতিক বিভাগ : মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রুয়ান্ডার রাজধানী’র ‘রামিরা’ অঞ্চলে অবস্থিত ‘ইমাম আলী (আ.)’ মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠান আজ ১৮ই জুন রুয়ান্ডার রাজধানী কিগালী’র শিয়া অধ্যুষিত দ্বিতীয় অঞ্চল ‘রামিরা’য় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হয়ে মাগরিবের নামায অবধি অব্যাহত থাকবে। এতে রুয়ান্ডার ধর্মীয় ও বিশিষ্ট শিয়া ব্যক্তিত্ববর্গসহ অন্যান্য মাযহাবের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারীও উপস্থিত থাকবেন।
এতে ইমাম আলী (আ.) মসজিদের পেশ ইমাম ‘হাসান বাগারোকা’ মহানবী (স.) এর নৈতিক বৈশিষ্ট্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।#1032162
captcha