শিল্প ও সাংস্কৃতিক বিভাগ: ফিলিপাইনে অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঈদে মাবআ’স উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এই উৎসব অনুষ্ঠানের কালচার কাউন্সিলার জনাব মোহাম্মাদী, ইরানী অধিবাসী, ছাত্র-ছাত্রী সহ ফিলিপাইনের কিছু সংখ্যক মুসলমানেরা উপস্থিত ছিলেন।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই উৎসব অনুষ্ঠান শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে সঙ্গীত পরিবেশ করা হয়। অতঃপর ফিলিপাইনে অবস্থিত আল মুস্তাফা অন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুসাভী’ তার নিজের বক্তৃতায় হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জীবনী আলোকে বিশেষ আলোচনা করেন। এছাড়াও ঈদে মাবআ’স উপলক্ষে এদেশের বিশিষ্ট কবি ‘তালিব খা’ এবং ‘সায়ে’ আহলে বায়েতের পবিত্রতার আলোকে বিশেষ কবিতা পেশ করেন।
উল্লেখ্য যে, এই উৎসব অনুষ্ঠানে হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ‘নারী জাগরণের ভূমিকা’ নামক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মূল্যবান পুরস্কারে ভূষিত করা হয়।
1033912#