সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জিম্বাবুয়ে অবস্থিত ইরানী কালচার কাউন্সিলার ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মাদ আসাদী মুওহেদ’ তার নিজের বক্তৃতায়, সূরা আল ইমরানের ১৬৪নং আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তায়ালা মানুষের আত্মার মধ্যে বিভিন্ন ধরণের জ্ঞান দিয়েছেন আর প্রতিটি জ্ঞানের জন্যই হেদায়েতের প্রয়োজন।
তিনি আরও জানান, আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য সবচেয়ে ভালো এবং অনেক ধরণের সুবিধা প্রদান করেছেন। সঠিক হেদায়েতের জন্য মানুষ নিজেদের ধারণ ক্ষমতা ও জ্ঞান ব্যায় করতে পারে এবং অভ্যন্তরীণ উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারে।
‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মাদ আসাদী মুওহেদ’ অভ্যন্তরীণ এবং বহিঃস্থিত হেদায়েতের ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, হযরত মুহাম্মাদ (সা.) এবং আহলে বায়েত (আ.) আমাদের জন্য বহিঃস্থিত হেদায়েত, যারা আমাদেরকে সঠিক পথ প্রদর্শনকারী।
উক্ত উৎসব অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে ইসলামী সঙ্গীত সহ অন্যান্য প্রোগ্রাম দ্বারা সুসজ্জিত করা হয়েছে এবং শেষ প্রান্তে “ইমাম জামানা (আ.) এর সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
1034042#