IQNA

অস্ট্রিয়ায় ইমাম হুসাইন (আ.) এর জন্মবার্ষিকী পালিত হবে

21:13 - June 22, 2012
সংবাদ: 2351813
সাংস্কৃতিক বিভাগ : ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান আগামীকাল ২৩শে জুন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত ‘ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে’ অনুষ্ঠিত হবে।
ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠান আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতির মধ্য দিয়ে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এবং রাত ১০টা নাগাদ অব্যাহত থাকবে।
ইমাম আলী (আ.) কেন্দ্রের পক্ষ হতে শাবান মাসের ঈদসমূহে –যেমন:- ৩ শাবান ইমাম হুসাইন (আ.) এর জন্মদিন, ৪ শাবান হযরত আবুল ফাযলিল আব্বাস (আ.) এর জন্মদিন এবং ৫ই শাবান ইমাম যায়নুল আবেদীন (আ.) এর জন্মদিন- বিশ্বের সকল মুসলমানদের প্রতি মোবারকবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, এ কেন্দ্র কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।#1034767
captcha