ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠান আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতির মধ্য দিয়ে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এবং রাত ১০টা নাগাদ অব্যাহত থাকবে।
ইমাম আলী (আ.) কেন্দ্রের পক্ষ হতে শাবান মাসের ঈদসমূহে –যেমন:- ৩ শাবান ইমাম হুসাইন (আ.) এর জন্মদিন, ৪ শাবান হযরত আবুল ফাযলিল আব্বাস (আ.) এর জন্মদিন এবং ৫ই শাবান ইমাম যায়নুল আবেদীন (আ.) এর জন্মদিন- বিশ্বের সকল মুসলমানদের প্রতি মোবারকবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, এ কেন্দ্র কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।#1034767