ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ গ্রন্থটি সম্প্রতি ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার নারী ও পরিবার বিষয়ক বিভাগের উদ্যোগে ফার্সী, ইংরেজী ও আরবী ভাষায় প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন জনাব মুরুভ্ভাত মুহাম্মাদী।
৭০ পৃষ্ঠার এ গ্রন্থটি নতুন মলাটে এবং A5 সাইজে সর্বমোট ১ হাজার কপি প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে থাইল্যান্ডে ইরানি সাংস্কৃতিক সপ্তাহ আয়োজনের কথা রয়েছে। সাংস্কৃতিক সপ্তাহে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচিত হবে।# 1035264