IQNA

পাকিস্তানের সিন্দা প্রদেশে ‘শিয়া পরিচিতি’ নামক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

12:15 - June 23, 2012
সংবাদ: 2352249
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: পাকিস্তানের সিন্দা প্রদেশের ‘লারকানাহ’ শহরে ‘আসগারিয়া’ সংস্থার পক্ষ থেকে ‘শিয়া পরিচিতি’ নামক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই কর্মশালা শতাধিক শিয়াদের উপস্থিতিতে, শিয়া বিশ্বাসের সাথে পরিচিতি করার লক্ষে ১৫ই ও ১৬ই জুনে স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অব্যাহত ছিল।
‘শিয়া পরিচিতি’ কর্মশালায় ইসলামী বিশেষজ্ঞ মহোদয় শিয়া মাজহাবের নৈতিক শিক্ষা উপর গুরুত্বারোপ করে বলেন, শিয়া মাজহাব হচ্ছে ইসলামের আসল চেহারা। যেসকল ব্যক্তি শিয়া মাজহাবের অনুসারী, অবশ্যই তাঁর সকলেই এই মাজহাব প্রসরণের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেন। তিনি আরও জানান, ইমামেরা যারা আমাদের নেতা তাদের অনুসরণ করে আমাদের লজ্জার বিষয় নয় বরং সম্মানের বিষয়।
উল্লেখ্য যে, উক্ত কর্মশালার শেষপ্রান্তে ‘আসগারিয়া’ সংস্থার পরিচালক নির্বাচন করা হয়। নতুন পরিচালক হিসেবে ‘স্যায়েদ হামেদ মুর্তাজা শাহ’ নির্বাচিত হন।
1031658#
captcha