মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই অনুষ্ঠান হযরত মুহাম্মাদ (সা.) এর ভক্ত এবং প্রেমীদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা ১৯টা থেকে ২১:৩০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সমন্বয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছিল। উক্ত উৎসব অনুষ্ঠানে কির্গিজস্থানের মুসলমান অধিবাসী ছাড়াও আফগানিস্তান, ইরান এবং অজারবাইজানের মুসলিম অধিবাসীরাও উপস্থিত ছিল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুর হয়। এছাড়া এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ হযরত মুহাম্মাদ (স.) এর নৈতিক গুণাবলীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন এবং হযরত মুহাম্মাদ (স.) এর শানে কবিতা পাঠ করেন।
উল্লেখ্য যে, বিশকেক শহরে যে সকল ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুধুমাত্র ইমাম আলী (আ.) সংস্থার পক্ষ থেকে সংগঠিত হয়।
1032996#