IQNA

ভারতে ‘ইসলাম শিক্ষা’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে

18:16 - June 23, 2012
সংবাদ: 2352613
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: ইসলাম ও কুরআন শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি উন্নীতর উদ্দেশ্যে উক্ত সম্মেলন ১৫ই জুলাই, উত্তর প্রদেশ রাজ্যের ‘লাখনা’ শহরের ‘হোসেনেবাদ’ হোসাইনিয়াতে অনুষ্ঠিত হবে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষ সম্মেলন ভারতের বিশিষ্ট ওলামাবৃন্দ ও ইসলামিক চিন্তাবিদদের উপস্থিতিতে স্থানীয় সময় সকাল ৯ ঘটিকায়, ‘ইমামিয়া শিক্ষা’ সংস্থায় অনুষ্ঠিত হবে।
‘ইসলাম শিক্ষা’ শীর্ষ সম্মেলনে, কোরআন ও ইসলামী বিজ্ঞানের আলোকে বিশেষ আলোচনা করা হবে। এছাড়া ইসলামী বিজ্ঞান এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, শিশুদের জন্য লিপিবিদ্যা এবং পেইন্টিং প্রশিক্ষণ কোর্স, পূর্ববর্তী প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণী এবং বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীর্ষস্থানে ছাত্রদেরকে সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হবে।
1035261 #
captcha