বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ৩য় ইমাম হযরত ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মবার্ষীকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন যথাক্রমে ইসলামি শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী ও হাওযায়ে ইলমিয়া সাহেবুজ্জামান (আ.) এর অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী।
পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ায়ে ইমামে যামান পাঠের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের প্রথম পর্বে ইমাম (আ.) এর শানে কাসিদা পরিবেশন করেন সৈয়দ গামখার হোসেন, সৈয়দ কামরুল হাসান, সৈয়দ আহম্মেদ রেজা, সৈয়দ হায়দার মেহদী, সৈয়দ এহসান মেহদী, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ আয়াজ হোসেন, মাওঃ শহীদুল হক প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আল-মেহদী যুব সংঘের পক্ষ থেকে এ বছর এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ এমন ৪ জন ছাত্রকে পুরস্কৃত করা হয় এবং যারা মজলিস ও নাওহাখানীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এমন ৮ জনকে যুব সংঘের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়; যা ছিল একটি ব্যতিক্রমী ও প্রশংসাযোগ্য উদ্যোগ।
অনুষ্ঠানের শেষ ও আলোচনা পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব মোঃ ইকবাল, এ্যাড. মোঃ জাকির হোসেন ও হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী।
প্রধান বক্তা হিসেবে হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী আল-মেহদী যুব সংঘের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংগঠনের সকল সদস্যের ইহলৌকিক ও পরলৌকিক কল্যান কামনা করেন। প্রধান অতিথি জনাব রাজাভী ইমাম হোসাইন (আ.) এর পবিত্র জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর থেকে শিক্ষা গ্রহণের প্রতি আহ্বান জানান।
আল-মাহদী যুব সংঘের সভাপতি মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠান সফল করার জন্য সক্রিয় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আল-মাহদী যুব সংঘের সহ-সভাপতি সৈয়দ আব্বাস মেহদী। সংগঠনের উদ্যোগে সমগ্র মসজিদ ও ইমামবাড়ী সুন্দরভাবে আলোকসজ্জিত করা হয়।#