IQNA

পাক্ষিক ফজরের নতুন সংখ্যা প্রকাশিত

19:59 - July 09, 2012
সংবাদ: 2364552
সাংস্কৃতিক বিভাগ : বাংলাদেশের জাফরী মাযহাবের একমাত্র পাক্ষিক পত্রিকা ফজরের নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাক্ষিক ফজরের ১৫তম বর্ষের ১৯তম সংখ্যা গত ৩০শে জুন ২০১২ প্রকাশিত হয়েছে। ফজরের এবারের সংখ্যায় যে সকল লেখা স্থান পেয়েছে তম্মধ্যে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো হচ্ছে :
(১) ইমাম মাহ্দী (আ.) এর আগমনের শুভেচ্ছা। (সম্পাদকীয়)
(২) হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর আবির্ভাবপূর্ব ক্ষেত্র প্রস্তুতির ক্ষেত্রে নারীদের ভূমিকা।
(৩) আমল ও আখলাক; গোঁড়ামি স্বভাব পাপ ধ্বংসের হেতু।
(৪) হযরত ইমাম খোমেনী (রহ.), প্রথম ওয়াক্তে নামায পড়াকে অত্যাধিক গুরুত্ব দিতেন।
(৫) হিজবুল্লাহ’র শিয়ারা সর্বদা মুসলিম উম্মাহ’র পৃষ্ঠপোষক : হাসান নাসরুল্লাহ।
(৬) পবিত্র কোরআন ও সহীহ হাদীসের আলোকে ইফতারের প্রকৃত সময়সূচী। (মাও. মীর রেজা হোসাইন শহীদ)
(৬) কাসরে হুসাইনীতে জাশনে মিলাদে ইমাম হোসাইন (আ.) অনুষ্ঠিত।
(৭) চির শ্বাশত কোরআনের কাহিনী ; হযরত ইউসুফ (আ.)। (অনুবাদ : মোঃ শহীদুল হক)
(৮) মাসআলা মাসায়েল ; সিজদার আহকাম।
(৯) ইতিহাসের পাতা হতে হযরত আলী (আ.) এর বিচারকার্য।
(১০) বন্ধুত্ব নির্বাচন। (ফজর সম্পাদনা ডেস্ক)
(১১) মালিকী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হারাম : মারজায়ে তাক্বলীদ।
(১২) ইমাম আলী (আ.) বলেন, “বিবেক ও ঈমানের ক্ষেত্রে নারী অপরিপূর্ণ”, কিন্তু কেন? (অনুবাদ : মোঃ শহীদুল হক)
(১৩) ইফতারের প্রকৃত সময়সূচী।
(১৪) ইমাম মাহদী (আ.) এর অদৃশ্যকালে কিভাবে বিশ্ববাসী তার বরকত হতে উপভোগ করবে।
(১৫) রোজা সম্পর্কে পবিত্র শা’বান মাসে রাসুলুল্লাহ (স.) এর খোতবা।
captcha