IQNA

থাইল্যান্ডে ‘রেডিও রমজান’ চালু করা হবে

17:15 - July 13, 2012
সংবাদ: 2367294
সাংস্কৃতিক বিভাগ : পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে থাইল্যান্ডের একদল মুসলমানের উদ্যোগে আগামী কয়েকদিনের মধ্যে ‘রেডিও রমজানে’র কার্যক্রম চালু করা হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিশ্বের সকল মুসলমানরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুত। থাইল্যান্ডের মুসলমানরাও এ পবিত্র মাসের আগমন উপলক্ষে ‘রেডিও রমজান’ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে।
পবিত্র রমজান মাসের বিভিন্ন দোয়া, ধর্মীয় বিভিন্ন বিষয় ভিত্তিক বক্তৃতা, পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামি শিক্ষা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদী রেডিও রমজান হতে সম্প্রচারিত হবে।# 1049001
captcha