Daliyjanakantha এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে আগামী ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা ২৪ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। নতুন জন্ম নেয়া চাঁদটি ওদিন সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১ ডিগ্রী নিচে ২৮৭ ডিগ্রীতে অবস্থান করবে। এ সন্ধ্যায় চাঁদটিকে আর দিগন্তের উপরে উঠতে দেখা যাবে না। ফলে ঐদিন বাংলাদেশের আকাশ থেকে নতুন জন্ম নেয়া চাঁদের কোন অংশ দেখা যাবে না। পরদিন ২০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৮ ডিগ্রী উপরে ২৭৯ ডিগ্রী দিগংশে অবস্থান করবে। প্রায় ৪০ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে অস্ত যাবে। এ সময় চাঁদের মাত্র ২ ভাগ অংশ আলোকিত থাকবে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নতুন জন্ম নেয়া চাঁদকে দেখা যাবে। এদিন সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৩২ ঘন্টা ২৩ মিনিট। স্পষ্টভাবে দেখা যেতে পারে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে।
ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২০ জুলাই শুক্রবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ২১ জুলাই শনিবার থেকে আরবী ১৪৩৩ হিজরীর রমজান মাসের গণনা শুরু হবে জানিয়েছে এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।#