IQNA

লাহোরে ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

8:24 - March 13, 2013
সংবাদ: 2510580
চিন্তা বিভাগ: পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের লাহোরে ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন জাফারিয়াহ ফিকাহ শাস্ত্র সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলাম একটি পূর্ণঙ্গ ধর্ম’ সম্মেলন শুরুতে লাহোরের বিশিষ্ট ক্বারি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে জাফারিয়াহ ফিকাহ শাস্ত্র সংস্থার প্রধান জনাব স্যাইয়েদ ফারমান রেজা নাকাভী তার নিজের বক্তৃতায় আল্লাহর প্রেরিত পবিত্র ইসলাম ধর্ম একটি পূর্ণঙ্গ ধর্ম এবং এই ধর্ম আমাদেরকে শান্তি এবং সমন্বয়সাধন শিখিয়েছে বলে অভিহিত করেন।

তিনি আরও জানিয়েছেন, ন্যায়বিচার, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। হযরত মোহাম্মাদ (সা.) উদার মনের অধিকারী ছিলেন এবং বিশ্ববাসীকে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

উক্ত সম্মেলন, ১১ই মার্চে এদেশের ইসলামী চিন্তাবিদ, ওলামা, গবেষক এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1203007
captcha