সাংস্কৃতিক বিভাগ : ইসলামি প্রজাতন্ত্র ইরান ইতিহাস, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি, সামাজিক, ইরান পরিচিতি, ভাষা এবং রাশিয়া, কাযাখ, ফার্সি ও ইংরেজী ভাষায় ফার্সি সাহিত্য চর্চার উপর সর্বমোট ৪০০ গ্রন্থ নিয়ে এ মেলায় অংশগ্রহণ করছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কাযাখস্থানের আলমাতি শহরের স্থায়ী মেলা কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক গ্রন্থমেলা ইরানের সাংস্কৃতিক উপমন্ত্রী ও কাযাখস্থানের বুক হাউসের কর্মকর্তা এবং বিভিন্ন দেশের অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন হয়েছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর ও মস্কোর ইসলামিক স্ট্যাডি ফাউন্ডেশনের সভাপতিও উপস্থিত ছিলেন।
এ গ্রন্থমেলায় কাযাখস্থান, রাশিয়া, ইউক্রেন, বেলারুস, জার্মানী, চীন, কোরিয়াসহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ অংশগ্রহণ করছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে কাযাখস্থানে অবস্থিত ইরানি কালচারাল সেন্টার ইতিহাস, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি, সামাজিক, ইরান পরিচিতি, ভাষা এবং রাশিয়া, কাযাখ, ফার্সি ও ইংরেজী ভাষায় ফার্সি সাহিত্য চর্চার উপর সর্বমোট ৪০০ গ্রন্থ নিয়ে এ মেলায় অংশগ্রহণ করছে।#1212767