IQNA

ইমাম খোমেনী (রহ.) ইমামবাড়ীতে আযাদারী’র পঞ্চম ও শেষ মজলিশ অনুষ্ঠিত

7:36 - April 17, 2013
সংবাদ: 2519966
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানের ইমাম খোমেনী (রহ.) ইমামবাড়ীতে ৫ দিন ব্যাপী আয়োজিত শোক মজলিশ শেষ হয়েছে। এ অনুষ্ঠান ইরানের সর্বোচ্চ নেতাসহ ইরানের উচ্চপদস্থ প্রশাসনিক ও সামরিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
সর্বোচ্চ নেতার ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী আয়োজিত শোক মজলিশের শেষ মজলিশটি গত সোমবার -১৫ই এপ্রিল- ইরানের সর্বোচ্চ নেতাসহ ইরানের উচ্চপদস্থ প্রশাসনিক ও সামরিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন পানাহিয়ান বক্তব্য রাখেন এবং জনাব মুর্ত্তাজা তাহেরী নওহা ও মার্সিয়া পরিবেশন করেন।
বলাবাহুল্য, এ শোক অনুষ্ঠান গত ১১ই এপ্রিল বৃহস্পতিবার হতে ইমাম খোমেনী (রহ.) ইমামবাড়ীতে শুরু হয় এবং ৫ দিন যাবত অব্যাহত থাকে।#1213179
captcha