IQNA

নাইজেরিয়ায় শিয়া মাযহাবের প্রসারের উপর নির্মিত ডক্যুমেন্টারী ভিডিও ইউটিউবে প্রকাশ

13:01 - April 18, 2013
সংবাদ: 2520682
সাংস্কৃতিক বিভাগ : প্রেস টিভি’র উদ্যোগে নাইজেরিয়ায় শিয়া মাযহাবের প্রসারের উপর নির্মিত ডক্যুমেন্টারী ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ২৪ মিনিটের এ ভিডিওটি গতকাল বুধবার -১৭ই এপ্রিল- ইউটিউবে প্রকাশ করা হয়।
নাইজেরিয়ায় দ্রুত শিয়া মাযহাবের সংস্কৃতির প্রসারের উপর নির্মিত এ ভিডিওটিতে এদেশের শিয়াদের বিভিন্ন তত্পরতা, আযাদারী, ইমাম (আ.) গণের জন্মবার্ষিকীতে বিভিন্ন আনন্দ মাহফিল, ধর্মীয় সংগঠনসমূহের বিভিন্ন কর্মসূচী এবং সরকারের পক্ষ হতে শিয়াদের উপর চাপ সৃষ্টির প্রতিক্রিয়ায় শিয়াদের বিক্ষোভ সমাবেশের চিত্র ধারণ করা হয়েছে।#1213857
captcha