নাইজেরিয়ায় দ্রুত শিয়া মাযহাবের সংস্কৃতির প্রসারের উপর নির্মিত এ ভিডিওটিতে এদেশের শিয়াদের বিভিন্ন তত্পরতা, আযাদারী, ইমাম (আ.) গণের জন্মবার্ষিকীতে বিভিন্ন আনন্দ মাহফিল, ধর্মীয় সংগঠনসমূহের বিভিন্ন কর্মসূচী এবং সরকারের পক্ষ হতে শিয়াদের উপর চাপ সৃষ্টির প্রতিক্রিয়ায় শিয়াদের বিক্ষোভ সমাবেশের চিত্র ধারণ করা হয়েছে।#1213857