কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষ বৈঠকের শুরুতে লাকনু শহরের বিশিষ্ট ক্বারি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে এদেশের বিশিষ্ট ধর্মীয় ওলামা সৈয়দ মুহাম্মাদ আবেদী তার নিজ বক্তৃতায় হযরত মুহাম্মাদ (সা.)এর প্রসিদ্ধ হাদিস ‘يا فاطمة انّ الله یَغضِبُ لِغَضَبَكِ وَ یَرضیٰ لِرضاك; হে ফাতিমা, মহান আল্লাহ তোমার রাগে রাগান্বিত হন এবং তোমার আনন্দে আনন্দিত হন’ ব্যাপক ভাবে ব্যাখ্যা প্রদান করেন।
তিনি আরও বলেন, হযরত ফাতিমা জাহরা (সা. আ.) নিজের জীবন দিয়ে দ্বীনের ইমামকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং তিনি রিসালাত, তৌহিদ, নবুওয়ত রক্ষার বিভিন্ন বক্তৃতা প্রদান করেন।
হুজ্জাতুল ইসলাম সৈয়দ মুহাম্মাদ আবেদী তার নিজের বক্তৃতায় ‘হে জনগণ! জেনে রাখ আমি ফাতিমা, আমার পিতা মুহাম্মাদ (সা.), আমি যা প্রথমে বলব সেই কথাই অটুট থাকব এবং শেষ পর্যন্ত সেটাই বলব, অপ্রয়োজনীয় ও অনর্থক কথা বলব না এবং কারও প্রতি কখনই অত্যাচার করব না’ হাদিসটির সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।
উক্ত শীর্ষ সম্মেলনের শেষপ্রান্তে উর্দু ভাষায় অনুবাদকৃত হযরত ফাতিমা জাহরা (সা. আ.) খুতবা সমূহ উপস্থিত দর্শকদের মাঝে বিতরণ করা হয়।
এই সম্মেলন এদেশের বিশিষ্ট ওলামা, ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় গবেষক এবং লাকনু শহরের স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে ১৬ই এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে।
1213347